Call

 

হাদিসের মান সহিহ। আর সবাই জান্নাতে যাবেনা। এই একমাসের এজন্য-ই তার শাস্তিভোগ থেকে বিরত থাকবে। অর্থাৎ রমযান মাসে কবরের আজাব বন্ধ থাকবে, এর অর্থ হচ্ছে শুধু রমযান মাসের জন্য বন্ধ থাকবে। রমযান মাসের পরে আবার কবরের আজাব শুরু হবে। যেই কবরের আজাবের জন্য উপযুক্ত, তার আজাব বজায় রাখা হবে। শুধু রমযান মাসকে বিশেষ গুরুত্বের কারণে আল্লাহ সুবহানাহু তায়ালা হয়তো তাদের শাস্তি লাঘব করবেন।

ইয়াহইয়া ইবনু বুকাইর (রহঃ)  আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমযান মাস আরম্ভ হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়।

(সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৪৯/ সৃষ্টির সূচনা, হাদিস নম্বরঃ ৩০৪৭ হাদিসের মানঃ সহিহ সূনান আত তিরমিজী [তাহকীককৃত], অধ্যায়ঃ ৬/ রোযা (সাওম), হাদিস নম্বরঃ ৬৮২)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ