শেয়ার করুন বন্ধুর সাথে

সেদিন আমি সরাসরি পালিয়ে যাব। কারণ সে দিন কেউ আমার আপন নয়, আর আমিও কারো আপন নই। নিজে বাঁচি না মরি যেখানে জানি না, অন্যের সাথে সময় নষ্ট করার মত সময় কি আর তখন থাকবে??(এখন হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু তখন সবাই এটাই করবে)।আল্লাহ বলেন,

সূরা আবাসা (عبس), আয়াত: ৩৪


يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ


অর্থঃ সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,


সূরা আবাসা (عبس), আয়াত: ৩৫


وَأُمِّهِۦ وَأَبِيهِ


অর্থঃ তার মাতা, তার পিতা,


সূরা আবাসা (عبس), আয়াত: ৩৬


وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ


অর্থঃ তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ