জীবনে কোনকিছুই চিরস্থায়ী নয়। না আপনি, না আমি। রাস্তা দিয়ে হাটছি আর, আচমকা একটা ট্রাক এসে চাপা দিয়ে চলে গেলে! যেখানে নিজের জীবনেরই কোন গ্যারান্টি নেই, সেখানে কেউ একজন আমার জীবনে সারাজীবন পশে থাকবে, কখনো হারিয়ে যাবে না- সেটার কি গ্যারান্টি? আমরা সবাই একদিন মারা যাবো, তাই বলে সেই ভয়ে যেমন প্রতিদিন মুষড়ে না থেকে যতটা সময় বেঁচে আছি প্রাণ খুলে বাঁচার চেষ্টা করা উচিত। ট্রাকচাপা খাওয়ার ভয়ে যেমন রাস্তায় চলা বন্ধ করে দেওয়া অমূলক, তেমনি হারানোর ভয় নিয়ে কাউকে ভালোবাসাটাও অমূলক। কপালে যা লিখা আছে সেটা হবেই। তাই হারানোর ভয়টা মন থেকে সরিয়ে প্রাণ খুলে ভালোবাসতে শিখুন। সঙ্গীর সাথে প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। একে অপরকে বুঝতে সময় দিন। নিজেদের ভালোবাসার সম্পর্ক যতটা মজবুত বানাতে পারবেন, ততটাই স্থায়ী হবে সম্পর্ক। হারানোর ভয় যতদিন মনে বাসা বেধে থাকবে ততদিন কাউকে প্রাণ খুলে ভালোবাসতে পারবেন না।


শেয়ার করুন বন্ধুর সাথে
newme10201

Call

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ