Waruf

Call

বিয়ে করতে চান খুবি ভাল কথা, সহমত দিচ্ছি। তবে অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিতসা করাতে হবে।

টিকা থাকলে ভাইরাস ছড়ায়না ঠিক। কিন্তু সবসময় ভাইরাসের পাশে থাকলে তা আপনার টিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সুযোগ পাবে। একসময় আপনার প্রতিরক্ষা ভেঙে দিয়ে আক্রমন করতে পারে। বিজ্ঞান এ কথা সবসময় বলেন। 

যেহেতু বিয়ের পর একসাথে থাকা চলাফেরা তাই ভাইরাসটি নিজেকে পাল্টিয়ে শক্ত হবার সময় পাবে। এছাড়া অনাগত সন্তানে ছড়াতে পারে। তাই আপনার কর্তব্য তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলুন তারপর একত্রে বসবাস। আগে নয়। তবে বিয়ে থেকে পিছিয়ে যাওয়া দায়িত্বের ভেতর পড়ে না। প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ