Waruf

Call

মনে রাখতে হবে যে পৃথিবীর প্রায় সবকিছুই বন্য। মানুষেরও আদিম বন্য জীবন ছিল। তথাপি পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ নিয়ন্ত্রনের ফলে আজ আমরা আর বন্য নই। কিন্তু প্রাকৃতিক পরিবেশ যেখানে মানুষের এই পরিচ্ছন্ন নিয়ন্ত্রন কম সেখানে প্রায় সবকিছুই বিরাজমান। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রিয়ন, মাইকোপ্লাজমাসহ সকল জীবানু প্রাকৃতিক পরিবেশে রয়েছে। এখানে বন্য জীব জন্তু এদের সাথে সহাবস্থানের ফলে জীবানুরা তাদের প্রয়োজনে আক্রান্ত করে। ফলে বন্য প্রাণি খেলে এরা মানব দেহে বিস্তার লাভ করে। তাই যে অঞ্চলে বন্য প্রানি খাওয়ার রীতি বেশি সেখান থেকেই ভাইরাসের বিস্তার বেশি হয়। এক্ষেত্রে তাই কোথাও ৬৬% কোথাও ১৩% এর মত বিস্তারের হার থাকে। তবে কোন হারের নিশ্চয়তা নাই কেননা অঞ্চল ভেদে, মানব দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা ভেদে এ হার কম বেশি হয়। আপনি জানেন কি আপনি যতই সেফ চলুন না কেন, প্রতিদিন লাখ জীবানুর সাথেই আছেন। তবুও আমরা বুঝতে পারিনা, আক্রান্ত হইনা কারন আমাদের দেহের প্রতিরক্ষা ইউনিট এদের বিরুদ্ধে সবসময় লড়ে যাচ্ছে। আমরা তখনি আক্রান্ত হই যখন জীবানুর টক্সিন সংক্রমন আমাদের প্রতিরক্ষা ক্ষমতাকে অতিক্রম করে অথবা এমন টক্সিন আক্রমন করে যা স্বাভাবিক ভাবে দেহে থাকেনা, তখনি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ