নতুন CGPA গ্রেডিং পদ্ধতি এবং কত পয়েন্টে কোন বিভাগ/ক্লাস জানতে চাচ্ছি।

অর্থাৎ নতুন গ্রেডিং সিস্টেম অনুযায়ী কত নাম্বার পেলে কত পয়েন্ট এবং কোন ক্লাস/বিভাগ তার পুরো ডিটেইলস জানতে চাচ্ছি। 


Share with your friends
Call
] এনইউ গ্রেডিং সিস্টেম, GPA/CGPA নির্ণয় ও সনাতন Class পদ্ধতি ... এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ এর সাথে সনাতন পদ্ধতির বিভাগের সামঞ্জস্য : ... উদাহারন : একজন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স শেষ করা শিক্ষার্থীরা অর্জিত সিজিপিএ ৩.০০, সুতরাং তার বিভাগ হবে → ৮০➗০৪ ✖ ৩.০০ = ৬০%. অর্থাৎ ৬০% = ১ম বিভাগ; ... এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। ... এবং মোট অর্জিত ক্রেডিট : 4+4+4+4+ ... CGPA গ্রেডিং পদ্ধতি এবং কত পয়েন্টে কোন বিভাগ/ক্লাস ... জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন কোর্স পরীক্ষার ফলাফলের সিজিপিএ (CGPA) গ্রেডিং পদ্ধতি এবং কত পয়েন্টে কোন বিভাগ/ক্লাস, তা এখানে তালিকা আকারে দেওয়া হলো-. * 80-100 = A+ = 4.00 = 1st class বা প্রথম বিভাগ. * 75-79 = A = 3.75 = 1st class. * 70-74 = A- = 3.50 = 1st class. * 65-69 = B+ = 3.25 = 1st class. * 60-64 = B ...
Talk Doctor Online in Bissoy App