আমার নাম মেহের আফরোজ(ছদ্মনাম)। আমার সাথে মারুফ নামে একটি ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ফ্যামিলিগতভাবে ঠিক হচ্ছিল। তখন কোথা থেকে ও কি করলো বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত সব এলোমেলো করে দিলো ও নিজেই। আমি কারোর সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে পারছি না, সমাধান চাচ্ছি-কি করবো বুঝে উঠতে পারছি না। ওর আর আমার আলাদাভাবে কোনো সম্পর্ক ছিল না, আমার বাবা বিয়ের জন্য ছেলে দেখছে আর ঘটক ছেলের ফ্যামিলিকে আমাদের বাসায় এনেছে- এভাবেই পরিচয়। সেখান থেকে আমাকে যেমন ওর ভালো লেগেছে তেমনি ওকেও আমার পছন্দ হয়েছিল। কিন্তু আমার ফ্যামিলি ওর কাছে বিয়ের জন্য রাজি ছিল না। যখন জানতে পেরেছি ওর এক বছর আগের আরোও একটা বিয়ে ছিল তখন আমি  হতাশ হয়ে পড়ি। আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে ছিলাম, তাদের বুঝানোর চেষ্টা করেছি যে আমার ছেলে ভালো লেগেছে। আর ওখানে আমাকে পুরোপুরি সাপোর্ট করেছি বলেই এতোটা আগাতে পেরেছিলাম। মারুফের সাথে আমার দু'বার দেখাও হয়েছে এর মধ্যে। ও নিজের সেফটির জন্য আমার থেকে  অনেক ছবিও নিয়েছে যাতে করে আমার বাবা ভবিষ্যতে ওকে একার দোষ দিতে না পারে। আমি কখনো ফ্যামিলির কথার বাহিরে কথা বলিনি। শুধু ওর ক্ষেত্রে  আমি অনেক কিছুই করতে বাধ্য হয়েছি। যখন দেখলাম আব্বু আমার কথায় রাজি হচ্ছে না তখন সুইসাইড করার ও চেষ্টা করেছি। যখন দু'দিন হাসপাতালে থেকে বাহিরে যাই আব্বু আমার লাইফ-এর কথা ভেবে হা বলতে বাধ্য হয়। তখন ও আর আমার সাথে যোগাযোগ করছে না। আমার কান্নাকাটি দেখে ফ্যামিলি থেকে ওদের বাসায় গেলে ও আমার সম্পর্কে যা-তা বলে- অর্থহীন কথা সব। আমার ফ্যামিলি আমাকে খুব ভালো করেই চেনে, শুধুমাত্র মারুফ আর ওর কথা আমার  ভালো লেগেছে বলেই ওর সাথে এতোটা মিশেছি। আমাদের এলাকায় যথেষ্ট  সম্মান আছে, আজ ওর জন্য মানুষের কাছে ছোট হতে হলো। ও কিভাবে একটা  মেয়েকে এতো বড় ধোকা দিতে পারে। ওর যদি মনে প্রতারণা-ই ছিলো কেনো আমার জীবনটাকে মাঝ পথে থামিয়ে দিলো। আমি কখনও কোনো ছেলের সাথে তেমন সম্পর্ক করিনি যাতে ফ্যামিলি'র সামনে হাত জোর করতে হয়, আজ ওর জন্য আমার সব কূল হারাচ্ছি। ওতো মজা পাচ্ছে, আমি প্রতিনিয়ত ধুঁকে মরছি। আমি মেনে নিতে পারছি না। আমার ওরে ভালো লেগেছে তবুও চুপ ছিলাম, ও আমাকে বাধ্য করেছে ফ্যামিলিকে রাজি করাতে, তাহলে এখন ওর সমস্যাটা কোথায় হলো? কি করবো, ওরে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি ও আমার মুখোমুখি কথা বলতে রাজি না আর যুক্তিযুক্ত একটা প্রমাণ ও দিচ্ছে না। আচ্ছা কোনো আইনী ব্যবস্থা না করে বিষয়টার অন্য কোনো সমাধান দেয়া কি সম্ভব? জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনাদের বিয়ে হয়নি। এমতাবস্থায় আপনি আইনী কোনো সুবিধাও পাবেন না। আর আইনী ছাড়া অন্য কোনোভাবেও সমাধান হবে বলে মনে হয় না। দেখুন- ছেলেটা প্রতারক। আর একটা প্রতারকের সঙ্গে জেনেশুনে আপনি কেন ঘর করতে যাবেন? যদি কোনো দিন ও আপনাকে বিয়েও করে ফেলে, তবুও আপনি সুখী হতে পারবেন না। তাছাড়া ছেলেটা আগে থেকেই এমন করে আসছে। তার আরেকটা বিয়ের কথা আপনি জানতে পেরেছেন। হয়তো তার আরো অনেক বিয়ে আছে, যেগুলো আপনি জানতেই পারেননি। হয়তো এমন করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমন বখাটে ছেলের আশা আপনি বাদ দিয়ে দিন। আল্লাহ চাহে তো আরো ভালো ছেলের সঙ্গে আপনার বিয়ে হবে। পিছনের কথা ভুলে যান। সুন্দর আগামীর চিন্তা করুন। মানুষের রূপ আর মিষ্টি মিষ্টি কথায় গলে যাবেন না। দুইদিনের পরিচয়ে কেউ এত আপন হয়ে যায় না।...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ