আমি ইসলামের ইতিহাস এর উপর অনার্স করলাম। এখন, মাষ্টাস এ ভর্তি হব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি বিষয় এর উপর মাষ্টাস করবো, নাকি অন্য বিষয় এর মাষ্টাস করব।



বুঝতেছিনা।

কেউ এর সমাধান দিবেন।



নেক্সট প্রশ্ন হলো।

আমি কোন public university বা private university তে MBA  করলে আমার কি value থাকবে।

MBA করলে কন বিষয় এর উপর করব।

plz, help me... 



Share with your friends
AbdulHalim

Call

যেহেতু অনার্স করেছেন সেহেতু ইসলামের ইতিহাসের উপরই মাস্টার্স করুন।অনার্স না করে ডিগ্রী করলে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করার কথা বলতাম।


যদি পারেন কিংবা সম্ভব হয় তবে ঢাবি কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ এর এমবিএ টা করে নিন।ঢাবি থেকে করতে পারলে তো কথাই নাই,লাইফ পুরাই চেঞ্জ হয়ে যাবে।আর তা না পারলে ঢাবির ইভিনিং এমবিএ টা করতে পারেন।এমবিএ টা এইচআরএম নিয়ে করতে পারলে আপনার জন্য ভালো হবে।ম্যাথ এ ভালো হলে ফিন্যান্স নিয়ে এমবিএ করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App