Jamiar

Call

হ্যা সব সময়েই কনডম পরে মিলন করা নিরাপদ এতে কোন সমস্যা বা প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না। তবে যদি মিলনের সময় কনডম ছিড়ে না যায় বা ফেটে না যায় অথবা কোন কারন বসত মিলন চলাকালিন সময়ে যোনিতে বীর্য না যায় তাহলে ওনার প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না।

তবে সব সময়েই যে মিলনে কনডম নিতেই হবে বা সব সময়েই কনডম নিয়ে মিলনে সমস্যা বা রোগ হবে তা কিন্তু না। তবা হ্যা কনডম নেওয়ার কারনে কিছু সমস্যা হতে পারে যেমন হলো 

  • স্ত্রী যোনিতে জ্বালাপোড়া হতে পারে। 
  • স্ত্রীর অসস্থি বোধ করতে পারন।
  • কনডমে  লুব্রিকেন্ট থাকে আর বিভিন্য কোম্পানির কনডম ব্যবহারে বা মেয়াদ উত্তর্ণ কনডম ব্যবহারে যোণিতে ইনফেকশন হতে পারে।
এছাড়াও অন্যান্য সমস্যা ফিল করতে পারে আপনার স্ত্রী যার কারনে মিলনে কনডম ব্যবহার করবেন কিনা তা স্ত্রীর কাছে যেনে নেওয়া বা স্ত্রীর পার্মিশনে নিতে হবে।
তবে  আপনি চাইলেও কনডম ব্যতীত মিলন করতে পারবেন আর কনডম ব্যতীত মিলনে অনেক তৃপ্তি পাওয়া যায় ।আপনি চাইলেও কনডম ব্যতীত মিলন করতে পারবেন এর জন্য জন্মনিয়ন্ত্রনের জন্য আপনার স্ত্রীকে পিল খেতে হবে বা  মিলনের সময় আজল করতে হবে। আপনার স্ত্রীকে জন্মনিয়ন্ত্রন করাতে পিল হিসেবে স্বল্পমেয়াদী পিল খাওয়াতে পারেন বা  তিন মাস মেয়াদি  ইনজেকসন দিতে পারেন। আর এসবের জন্য গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন । আসা করিবুঝতে পারছেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ