আসলে ইমারজেন্সি পিল খেলে অনেকের হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। আর এই কারনে মাসিক অনিয়মিত হয়ে যায়। আপনার স্ত্রীর ক্ষেত্রেও তাই হতে পারে। কিন্তু আপনার মনের সন্দেহ দূর করার জন্য মাসিক শেষ হবার পর ৪৫ দিন পার হলে আপনি বাজার থেকে একটা প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপ কিনে এনে আপনার স্ত্রীর সকাল বেলার প্রস্রাব পরীক্ষা করুন। ভাল স্ট্রিপ কিনবেন, দাম ৩৫ -৪০ টাকার মত নিবে। এরপর ড্রপার দিয়ে ৪- ৫ ফোটা প্রস্রাব স্ট্রিপের নির্দিষ্ট জায়গায় দিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করবেন। এরপর লক্ষ করুন, যদি দুইটি লাল দাগ ভেসে উঠে তাহলে আপনার স্ত্রী প্রেগন্যান্ট। আর একটি দাগ আসলে প্রেগন্যান্ট নয়। কোন দাগ না আসলে প্রসাব নেওয়া ঠিক হয়নি বা স্ট্রিপে সমস্যা আছে। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SasthoBarta

Call

আপনার জন্য তিনটি পোষ্ট নিচে দিলাম, আপনি দেখে নিতে পারেন।


১) জন্মনিয়ন্ত্রণ পিল, জন্মনিয়ন্ত্রণ পিল কখন খাবেন না?

২) অনিয়মিত মাসিক হওয়ার কারন, এর প্রতিরোধে যা করনীয় সকলের

৩) বাচ্চা না হওয়ার কারন ও প্রতিকার । সন্তান হওয়ার উপায়


আশা করি www.sasthobarta.com এ আপনি অনেক কিছু জানতে পারবেন।


ধন্যবাদ আপনাকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ