মানুষ পূণ্যবান হলে আত্মা 'ইল্লিন' নামক জায়গায় চলে যায় এবং পাপী হলে 'সিজ্জিন' নামক জায়গায় চলে যায়। এটা ঠিক যে, শরীর ছেড়ে যাওয়ার পর সেই শরীরে আগের মতো প্রাণ ফিরে আসবে না। কিন্তু কবর জগৎ বলে একটা জগৎ আছে। যা এই জগতের মতো না। সেখানে তার শরীর সংরক্ষিত থাকে এবং সেই শরীরের সঙ্গে আত্মার সংযোগ সৃষ্টি করে দেওয়া হয়। আর তখনই পাপীকে আজাব দিলে সে শরীর এবং আত্মা উভয়টাতেই অনুভব করে। অর্থাৎ, কবরের শাস্তি শরীর এবং আত্মা উভয়টার উপরও পতিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মৃত্যুর সঙ্গে সঙ্গেই আত্মা কর্মফল অনুযায়ী নতুন দেহ গঠন করবে, আর সেখানেই তার শাস্তি হবে।কেননা আত্মা হচ্ছে অদৃশ্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ