আমি যদি কোন প্রশ্নের উত্তর দিই বা প্রশ্ন করি তাহলে কি কোনো বোনাস পাবো?আর যদি বোনাস পাই তাহলে সেগুলো কি কাজে লাগে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

 আপনি যদি কোনো প্রশ্নে মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল

প্রদান করেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি

অনুমোদন দেওয়া হয় এর বিনিময়ে আপনি পাবেন +৩

পয়েন্ট। প্রতিটি উত্তরের জন্য পাবেন +৩ পয়েন্ট করে।

আর এভাবেই আপনি যতই

উত্তর প্রদান করবেন ততই

আপনার বিস্ময়ের পয়েন্ট বৃদ্ধি পাবে।



আর আপনি কোনো প্রশ্ন করলে প্রতিটি প্রশ্নের জন্য আপনার

অ্যাকাউন্ট থেকে বিয়োগ হবে ১ পয়েন্ট।

এছাড়া আপনি কোনো প্রশ্ন করলে বা কোনো

উত্তর প্রদান করলে অতিরিক্ত কোনো বোনাস পয়েন্ট পাবেননা।



পূর্বে একটি সিস্টেম চালু করা হয়েছিল সেটা হলোঃ

কোনো প্রশ্নকর্তা তাঁর বিশেষ প্রয়োজনে একটি প্রশ্ন করলে

এবং সেই প্রশ্নের আদৌ উত্তর পাওয়ার প্রয়োজন তখন

বোনাস পয়েন্ট দিয়ে প্রশ্ন করতে পারতেন।


যথা উদাহরণস্বরুপ,যেমন আমি একটি একটি প্রশ্ন করলাম

"বিস্ময়ের প্রতিষ্ঠাতা কে"

এই প্রশ্নের যে উত্তরকারী সঠিক উত্তর প্রদান করবে এবং

আমি উত্তরটি সর্বোত্তম উত্তর হিসেবে নির্বাচিত করলে

উত্তরকারী পাবেন ২০ পয়েন্ট বা ১০ পয়েন্ট।

যা বর্তমানে এটি বন্দ রয়েছে।

তবে প্রশাসক সাহেব চাইলে যেকোনো সময়

পুনরায় চালু করতে পারে।

আর পয়েন্ট দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন।

বিস্ময়ের র‍্যাঙ্গিংয়ে এগিয়ে যেতে পারবেন।

বিস্ময়ে প্রশ্ন করলে অবশ্যই পয়েন্টের প্রয়োজন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ