Share with your friends
Call

এটাই হল প্রতিটি ভাষার বৈচিত্র। প্রতিটি ভাষার উচ্চারণের কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে যা ভাষা গবেষকরা তৈরী করে থাকেন। যে শব্দের উচ্চারণ যেভাবে করলে সুন্দর ও সহজবোধ্য হয় সেভাবেই করা হয়। এখানে, put এর উচ্চারণ পুট দেখে আপনি চাচ্ছেন but এর উচ্চারণ বুট করবেন। তখন boot এর উচ্চারণ কী হবে? আবার বাংলা ভাষায় দেখুন.. "কাজটি করা হল" ও "সিনেমা হল" এই দুইক্ষেত্রে হল আছে। কিন্তু প্রথম ক্ষেত্রে হল+অ ও দ্বিতীয় ক্ষেত্রে হল্ উচ্চারিত হয়েছে। এখানে কেন পার্থক্য হল? অর্থাৎ, ভাষাকে সহজ, সাবলীল ও বোধগম্য করার জন্য ভাষার প্রতিটি শব্দ উচ্চারণে পার্থক্য থাকে যা ভাষার বৈচিত্র প্রকাশ করে।

Talk Doctor Online in Bissoy App