Call

আপনি প্রথমে নিজেই চিন্তা করুন যে  আপনি কি জানেন আপনি স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন সৃষ্টিকর্তা আপনার জন্য হয়ত আগে  থেকেই লিখে রেখেছে  আপনি কি  করবেন আর  আপনার কর্মফল কি  হবে। মনে করেন আপনি সৃষ্টিকর্তা লিখে রাখেছেন বলে আপনি  সারা দিন বসে রয়েছেন তাহলে সৃষ্টিকর্তা  হয়ত  আপনার ভাগ্য এভাবেই লিখে রেখেছেন। কিন্তু এমনওতো হতে পারে সৃষ্টিকর্তা  আপনার জন্য  স্বর্গ সৃষ্টি করেছেন তাই আপনার  উচিত কঠোর পরিশ্রম করে নিজের  ভাগ্যকে পরির্তনের চেষ্টা করা। আর সৃষ্টিকর্তার উপাসনা করা। যদিও সৃষ্টিকর্তা সব জানেন, তিনি  জানেন আপনি ভবিষ্যৎ-এ কি হবেন কিন্তু একটা কথা  চিরন্তন সত্য সেটি হলো সৃষ্টিকর্তা আপনার কর্মের ফলই মৃত্যুর পর দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

আগেই ঠিক করা নয় ।আপনি ভাল কাজ করলে বেহেস্তের সুখ  এবং খারাপ কাজ করলে দোযখের কস্ট ভোগ করতে হবে।আপনার কাজের উপর নির্ভর করে কোথায় যাবেন।  আর ভাগ্যে বিশ্বাস করা ও জরুরি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি স্বর্গে যাবেন কিংবা নরকে যাবেন তা আগে থেকেই ঠিক করা থাকে না। আপনি জীবিত অবস্থায় আপনার ভাল মন্দ কাজের কৃতকর্ম ফলের অনুযায়ী মৃত্যুর পর স্বর্গে যাবেন কিংবা নরকে তা নির্নয় করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ