যদি কুরান-হাদিছ এর আলোকে জানতে চান তাহলে বলতে হয়- শবে বরাত এ মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। শবে বরাত সম্পর্কিত এই ধারনাটি ভিত্তিহীন, অমূলক এবং কুরআন সুন্নাহ বিরোধী। মানুষের ভাগ্য লেখা হয় যখন সেই মানুষটির ভ্রূণ মায়ের পেটে বয়স ৪০ দিন হয়। তখন ফেরেশতারা এসে তার জীবনের ভাল-মন্দ সবকিছু মৃত্যু পর্যন্ত লিখে ফেলেন। যা পরবর্তীতে আর পরিবর্তন করা হয় না। তাই বলা যায়- মানুষের জন্য জান্নাত বা জাহান্নাম দুটোই নির্ধারিত। এমনকি আপনি যদি দোয়া কিংবা পরিশ্রম এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, সেটাও আপনার ভাগ্যে থাকতে হবে। তবে এই চিন্তা করে ধর্ম কর্ম ছেড়ে দেবেননা। আল্লাহ্‌ সুসংবাদ দিয়েছেন তাদেরকে, যারা ক্ষমা চায়। কারণ, আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল ও দয়ালু। নিজে দেখতে পারেন- সূরা মুমিনুন-আয়াত ১২-১৬ এর তাফসীর ইবনে কাছির এর ব্যখ্যা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ