শুধু প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিৎ নহে।

Talk Doctor Online in Bissoy App
Mdmijankahn

Call

ভাই ফোন একটি ,ডিজিটাল যুগের মানুষের জন্য প্রতিদিনের 

গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বস্তু।তাই ছোট বড় সকলেই ফোন use

করে। তাই যার যতটুকু ব্যবহারের প্রয়োজন সে পরিমান ব্যবহার

করবে।আর আপনি যেহেতু বলেছেন আপনার বয়স ১৭এ বয়সেআপনি হয়ত ছাত্র নয়ত ক্যারিয়ারের অন্য কোন কাজে লিপ্ত আছেন। তাই বলি আপনার ফোন যতটুকু প্রয়োজন ততটুকু use

করেন।বিনা কারনে ফোন দিয়ে সময় নষ্ট না করাই ভাল।


Talk Doctor Online in Bissoy App
Call

খুভ বেশি প্রয়জন না হলে মোবাইল ব্যবহার না করলেও ভাল,

তার পরেও যদি ব্যবহার করেন টাইম-মেন্টাল করে লেখা পড়া খেলাধুলা পাশাপাশি কিছু সময় ব্যবহার করতে পারেন শব মিলিয়ে দিনে ১""২ ঘন্টা, যেহেতু একন আপনার বয়স কম, 

Talk Doctor Online in Bissoy App
JURAINAHMAD

Call

অতিরিক্ত মোবাইল ব্যাবহার সর্বদাই ক্ষতিকর। মোবাইল ব্যাবহারের সময় ব্রাইটনেস পুরো কমিয়ে নেওয়া উচিত। ফোনে কথা বলা, ইন্টারনেট বা ব্লুটুথ ব্যাবহার না করাই উত্তম। এগুলোর রেডিয়েশন খুব মারাত্মক। এবং চোখের জন্য ও মারাত্মক। এজন্য ই মোবাইল কম ব্যবহার করা উচিৎ 

Talk Doctor Online in Bissoy App