শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

আমি মনে করি বিয়ে করার সাথে শুধু বয়সের নয়

 নিজের যোগ্যতার সাথেও সম্পর্ক রয়েছে। নিজে 

প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা উচিত আর বয়স এর ক্ষেত্রে..

  সংবিধান অনুসারে একজন পুরুষের বিবাহ করার

 সর্বনিম্ন বয়স ২১ বছর। 

তবে আপনি প্রতিষ্ঠিত হলে / প্রতিষ্ঠিত হতে সময়

 লাগলে  ২১ থেকে ৩০ এর মধ্যও করতে পারেন।

তবে একজন পূর্ন বয়স্ক পুরুষ সকল দিক দিয়ে ফিটনেস 

 হয় সাধারনত ২৫ বছর বয়সে,  আপনি ২৫ বছর বয়সে

 বিয়ে করলেও ভালো হবে।

মুল কথা হলো...  এটা আপনার ব্যাক্তিগত বিষয়/অবস্থার

 উপর নির্ভরশীল তাই  শুধু বয়স কে প্রাধান্য না দিয়ে 

আপনার সকল দিক বিবেচনা করে ২১ বছর বয়সের 

পরে যে কোন সময়ই বিয়ে করে নিতে পারেন তবে ৩০

 এর নিচে থেকে বিয়ে করা কিছু বিষয়ের দিকে তাকিয়ে 

বলা যায় ভালো। সব মিলয়ে বলা যায় ২১+ বয়স

 হলেই বিয়ে করার জন্য একজন পুরুষ উপযুক্ত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ