কারন এটা মানুষের প্রয়োজনীয় ও বাচার ক্ষেত্রে ব্যাবহার করা হয় তাছাড়া খানা খাওয়া ফরজ তাই মানুষ নিজের ভোগ বিলাসের জন্য ও নিজের খুদা মেটানোর জন্য প্রানী হত্যা করে। তাছাড়া যদি কোন মহৎ উদ্দেশ্য নিয়ে প্রানি হত্যা করা হয় তবে কোন পাপ হয় না। যেমন আমরা মুসলিমরা কোরবানীর সময় অনেক প্রানি হত্যা করি তাহলে এটা থেকে কি কোন পাপ হয়? না পাপ হয় না কারন এটা মহৎ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে তাই বলা যায় ভাল উদ্দেশ্যে প্রানি হত্যা পাপ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
nfjk90

Call

প্রাণী হত্যা মহা পাপ এটাতো বৌদ্ধ ধর্মে, ইসলাম ধর্মে না।তা ছাড়া আল্লাহ পাক সব কিছু মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছেন।প্রয়োজনের কারনে হত্যা করলে পাপ হবে না।বিনা প্রয়োজনে একটা পিপড়া হত্যা করলেও পাপ হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ