যুক্তিসহ উত্তর দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

অন্য ধর্ম ত্যাগ করে কিংবা অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলে তা মহাপাপ হবে না; মহা পুণ্যের কাজ হবে। সম্ভবত ইয়াহুদী ব্যতিরেকে পৃথিবীর সকল ধর্মের লোকেরাই অন্য ধর্ম ছেড়ে তাদের ধর্মে দীক্ষিত হওয়াকে মহা পুণ্যের কাজ মনে করবে। কারণ ইয়াহুদী ধর্ম মতে অন্য ধর্ম ছেড়ে তাদের ধর্মে দীক্ষিত হওয়া বিধিসম্মত নয় এবং অনুমোদিতও নয়। এটা একটা আপেক্ষিক বিষয়। যেহেতু প্রত্যেক ধর্ম মতে সে ধর্মটা নিরেট সত্য, আর সত্যের লঙ্ঘন সব ধর্মেই মহা পাপ তাই ধর্ম ত্যাগ করা বা ধর্মান্তরিত হওয়া মহাপাপ। এ পাপটা ওই ধর্মাবলম্বীদের নিকট যাদেরটা ত্যাগ করা হয়েছে। যাদের ধর্মে দীক্ষিত হয়েছে তাদের নিকট মহপাপ নয়; মহাপুণ্য। নাস্তিকতাও একটা ধর্ম। নাস্তিকদের নিকট পৃথিবীর তাবৎ উপাসনাকারী ধর্মাবলম্বীরা মহাপাপী। কারণ তারা নাস্তিকতার ধর্ম বর্জন করেছে। এখন প্রকৃত অর্থে সত্য ধর্ম কোনটা এটা দীর্ঘ আলোচনা ও বিতর্ক সাপেক্ষ বিষয়। এ বিষয়ে আলোচনা হচ্ছে, হবে। এ আলোচনায় কখনো এক ধর্মের লোক অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে। কেউ কারো প্রমাণ যুক্তি মানছে; কেউ মানছে না। প্রকৃত বাস্তবতা প্রমাণিত হবে দু চোখের পাতা যেদিন চির তরে অফ হয়ে যাবে সেদিন। সেদিন কোনো বিতর্ক হবে না; কোনো যুক্তিরও প্রয়োজন হবে না। সব প্র্যাক্টিক্যাল উপলব্ধ হবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ