Sofikul

Call

সৈনিক পদে আবেদন করতে পারবে সাধারণ পেশায় মহিলা ও পুরুষ উভয় প্রার্থীরা। আর কারিগরি পেশায় পারবে শুধু পুরুষ প্রার্থীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী সৈনিক পদে আবেদনের জন্য সাধারণ পেশার পুরুষ প্রার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ পেয়ে পাস হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। অন্যদিকে কারিগরি পেশার জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫ পেয়ে এসএসসি পাস হতে হবে। আর বয়স হতে হবে সাধারণ পেশার জন্য ১৭ থেকে ২০ বছর। কারিগরি পেশার ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯ দশমিক ৯০ কেজি হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। সব প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে।

Talk Doctor Online in Bissoy App