দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য ১৬ মিটার = ১৬০০ সে.মি. প্রস্থ ১২ মিটার = ১২০০ সে. মি. উচ্চতা ৪ মিটার = ৪০০ সে. মি. এখন, ঘরের আয়তন = ( দৈর্ঘ্য *প্রস্থ * উচ্চতা) = (১৬০০* ১২০০ *৪০০) ঘন সে.মি. = ৭৬৮০০০০০০ ঘন সে.মি. আবার, ১ ঘন সেমি আয়তনের পানির ওজন = ১ গ্রাম সুতরাং ৭৬৮০০০০০০ ঘন সে.মি. পানির ওজন হবে = ৭৬৮০০০০০০ গ্রাম = (৭৬৮০০০০০০÷১০০০) কি.গ্রাম = ৭৬৮০০০কেজি। যেহেতু বায়ু পানির চেয়ে ০.০০১২৯ গুন ভারি, তাই বায়ুর ওজন হবে ( ৭৬৮০০০* ০.০০১২৯) কেজি = ৯৯০.৭২ কেজি। উত্তর : ৯৯০.৭২কেজি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঘরের আয়তন=১৬মি.*১২মি.*৪মি =৭৬৮ঘন মিটার । =৭৬৮*১০০০০০০ঘন সে.মি । =৭৬৮০০০০০০ঘনসে.মি. বায়ু পানির তুলনায় ০.০০১২৯গুণ ভারী । অতএব, ১ ঘনসেমি বায়ুর ওজন ০.০০১২৯গ্রাম অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ=৭৬৮০০০০০০*০.০০১২৯গ্রাম =৯৯০৭২০ গ্রাম =৯৯০.৭২ কিলোগ্রাম (উত্তর)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ