Call

15 সেন্টিমিটার =0.15 মিটার । সমাধান : দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন= দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা  = (5×0.15×3.5) ঘনমিটার (পুরুত্ব হচ্ছে প্রস্থ ) =2.625 ঘনমিটার অতএব , দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের আয়তন= (2.625×2) ঘনমিটার =5.25 ঘনমিটার   প্রস্থ বরাবর দেওয়ালের আয়তন নির্ণয়ে একটি দিক লক্ষ্য     করতে হবে ।  তা হল , দৈর্ঘ্য বরাবর পুরো দেওয়াল ধরা হয়েছে । তাই  প্রস্থ বরাবর দেওয়ালের দৈর্ঘ্য 0.15 + 0.15 =0. 30  মিটার কম হবে । অর্থাত্ দৈর্ঘ্য হবে 4.5-0.3= 4.2 মিটার । প্রস্থ বরাবর একটি দেওয়ালের আয়তন= দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা  =(4.2×0.15×3.5) ঘনমিটার =2.205 ঘনমিটার অতএব , প্রস্থ বরাবর  দুটি দেওয়ালের আয়তন= (2.205×2) ঘনমিটার = 4.41 ঘনমিটার। অতএব ,  দেওয়ালের মোট আয়তন= (5.25+4.41) ঘনমিটার =9.66 ঘনমিটার 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ