শেয়ার করুন বন্ধুর সাথে

অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, গদ্যছন্দ ইত্যাদি হল কবিতার পরিভাষা। অক্ষরবৃত্ত হল- যেসব কবিতা অক্ষর গুণে গুণে লেখা হয়, সেগুলো। যেমন, বাংলাদেশ- এখানে পাঁচটি অক্ষর আছে। মাত্রাবৃত্ত হল- যেসব কবিতা মাত্রা তথা প্রতি শ্বাস গুণে গুণে লেখা হয়। যেমন, বাংলাদেশ- এখানে তিনটি মাত্রা আছে। বাং+লা+দেশ। একেক উচ্চারণে একেক মাত্রা। অধিকাংশ গান এবং ছড়া মাত্রাবৃত্তে লেখা হয়। স্বরবৃত্ত হল- যেসব কবিতা আওয়াজ গুণে গুণে লেখা হয়। এটা কিছুটা মাত্রাবৃত্তের মতো, আবার কিছুটা অক্ষরবৃত্তের মতো। এক্ষেত্রে সাধারণত প্রথম দিকের দ্বিত্ব উচ্চারণ ধরা হয় না। তবে শেষেরগুলো ধরা হয়। আর গদ্যছন্দ হল- যেসব কবিতা নির্দিষ্ট কোনো বৃত্তে না গিয়ে গদ্যের আকারে লেখা হহয়, সেগুলো। বর্তমানে অধিকাংশ কবিতা গদ্যছন্দে লেখা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ