Call

আসমা আরবি শব্দ যার অর্থ নামসমূহ। ফাতিমা হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট মেয়ের নাম। এসবের শেষে যেই "মা" আছে সেটা এই নামেরই অংশ। যদি আপনি আসমা এর শেষের মা বাদ দেন তাহলে এর কোনো অর্থ আসবে না। এই নাম গুলোর শেষে যেই 'মা' সেটা MOTHER অর্থ প্রকাশ করে না। তাই এই নামে স্বামীরা তাদের স্ত্রীদের এই নামে ডাকতে পারে। এতে কোনো সমস্যা নেই কেননা এই 'মা' নামের অংশ এবং এটি MOTHER এর অর্থ প্রকাশ করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হযরত আলী (রাঃ)স্ত্রীর নাম ছিল ফাতিমা. তিনি ছিলেন বিখ্যাত সাহাবী. তিনি তো তাহার স্ত্রীর নাম ফাতিমা বলেই ডাকতেন এমন তথ্য হাদীসে পাওয়া যায়.হযরত আয়ুব (আঃ)এর স্ত্রীর নাম ছিল রহিমা, তিনিও তাহার স্ত্রীর নাম ধরে ডাকতেন. এইসব নাম স্বামীরা ধরতে পারবে না এটা মূর্খতা ছাড়া কিছুই না.ইসলামে এধরনের কোন নিষেধাজ্ঞা নেই 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ