আমি ইন্টার শেষ করি১৬ তে।আবার ডিপ্লোমাতে ভর্তি হই,,,ফ্যাশন ডিজাইনে,,,এখন আমি ৪ বছর এটা সাথে ২ বছর bsc করলে ক্যারিয়ায় কেমন হবে চাকুরি পাবো কিনা সন্দেহ হয়।আবার এই লাইনের বড় ভাইয়েরা বলে চাকুরি পাওয়া যায়না ইত্যাদি।। এখন,,আমার এক বন্ধু পরামর্শ দিলো যে,,,, লেখা পড়া করে শেষ টাকার জন্যইতো চাকরি করবি,আমি বললাম হ্যঁা।বন্ধুবললঃ ৬ বছর পরে বেতন পাবি ৩০০০০ হাজার বা কম বেশি।আর তুই যদি এখন বিদেশে চলে যাচ তাহলে তুই এই ৬ বছরে ১০,০০০০০ টাকার মালিক থাকবি,,,,,,, আমি চিন্তা করে দেখলাম যুক্তি টা অবশ্য ঠিকই।লেখাপড়া করবো টাকার জন্যই।।।।।আপনারা লি বলেন সবার মতামত আশা করছি,,,,,,,
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

আসলে ভাই টাকাই প্রাধান্য ঠিক আছে তবে পরিস্থিতি

বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারোও ১০ হাজার

টাকার আয়ে ভালো ভাবে জীবন কাটে আবার কারোও

২০ হাজার টাকাতেও চাহিদা মেটে না। কোনো এক

জ্ঞানী লোক বলেছিলেন...  "যেমন আয় তেমন ব্যায়"

নিজের ইচ্ছা, অাকাঙ্কা, ধোর্য থাকলে দেশে থেকেও

সুন্দর ভাবে অল্পদিনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।

আপনি যদি BSC শেষ করেন তাহলে চাকুরি পাবেনই.?

আপনার বন্ধু যাই বলুক না কেন, নিজে একটু খোজ

নিয়ে দেখুন BSC পাস করে কতজন বেকার আছেন,

তারা কি অবস্খানে আছেন.? এসব খোজ করলেই

বিষয়টি জানতে পারবেন। আপনি ইতি মধ্য ডিপ্লোমা

শেষ করেছেন লক্ষে পৌছাতে বেশি দুর নেই এমতাবস্থায়

জীবনকে পাল্টালে আপনি যে বুদ্ধিমান বা সার্থক হবেন

সেটি পরিস্থিতি ছাড়া কেউ বলতে পারে না। 

প্রবাসীদের আয় অনেক কথাটা ঠিক আছে কিন্তু

তাদের পরিশ্রম, সময়কাল কিভাবে অতিবাহিত হয়

সে সম্পর্কে জানেন কি..? সব মিলিয়ে আমার 

ব্যাক্তিগত পক্ষ থেকে পরামর্শ যদি আপনার 

ডিপ্লোমার ফলাফল ভালো হয় তাহলে বিদেশ

না যাওয়াটাই ভালো। কি করবেন এটা নিজেই

সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নিন। জীবনটা আপনার

তাই আপনিই পরিচালিত করুন অন্য কারোর

কথাতে না ফেসে নিজের বিবেকের বিচারে চলুন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ