Agoogleuser

Call

ইচ্ছা থাকলে উপায় হয়।আপনি দৈনন্দিন পড়ার রুটিন তৈরি করবেন।নিজে নিজেকে কথা দিবেন পড়া শেষ হওয়ার আগে অন্য চিন্তায় যাবেন না।আপনাকে নিজের কথা রাখতে হবে।পড়ার সময় মোবাইল,টিভি বা অন্যান্য প্রযুক্তি বা খেলার চিন্তা করবেন না।এককথায়,পড়ার সময় মনোযোগী হয়ে পড়বেন।বেশি ৫-৬ ঘন্টা জোর করে পড়ার দরকার নেই,বুঝেশুনে ৩-৪ ঘন্টা পড়বেন।পড়ার ঘরটা অবশ্যই নিরব হতে হবে।নিজেকে fb,game, বিস্ময় থেকে পড়ার সময় দূরে রাখবেন। আশা করি আপনি সফল হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ