wifi পাসওয়াড দেকব কি ভাবে। আমার মোবাইলে wifi কানেক্ট করা আছে এখন আমি wifi এর পাসওয়াড দেখব কি ভাবে।
Share with your friends
TarikAziz

Call

wifi password viewer অ্যাপটি

ওপেন করলেই আপনি কানেক্ট

থাকা wifi -টির পার্সওয়ার্ডটি

দেখতে পারবেন। 

★ তবে রুট থাকা আবশ্যক। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি  router setup page app এর মাধ্যমে পাসওয়ার্ড দেখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

আপনার ফোন রুট থাকলে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবনে। 

প্রথমে Rom toolbox lite অ্যাপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। পরে এটা ওপেন করে রুট এক্সেস দিয়ে দিবেন। তারপর আপনি এই অ্যাপ এ থাকা রুট ব্রাউজারে ঢুকবেন। এবার Data folder এ প্রবেশ করুন। এর পর misc এ যাবেন। এরপর wifi তে ক্লিক করে সেখানে একটা টেক্স ফাইল পাবেন। ওটা ওপেন করে আপনার ফোন দ্বারা কানেক্ট হওয়া সকল ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারবেন।
Talk Doctor Online in Bissoy App