ভাই, কনফিউশনে আছি। যারা wordpress এ কাজ করেন তারা সাহায্য করেন। আমি একজনের কাছ থেকে 1টা ওয়ার্ডপ্রেস সাইট কিনেছি। সাইটে username & password দিয়ে login করলে এডমিন মুডে যায়। কিন্তু ইমেইল নাই। এখন আমার পাসওয়াড হারালে বা ওই লোক যদি চায় তবে কি আমার পাসওয়াড চেন্জ করতে পারবে? আমার সাইটের ক্ষতি করতে পারবে? আমার পাসওয়াড আমি ভুললে ইমেইল ছাড়াই কি রিকভার করা যাবে।? যার কাছ থেকে কিনেছি সে বলছে email টা চেন্জ নাকি করা যায় না। এবং সাইটের ক্ষতি নাকি সে নিজেও করতে পারবে না. ভাই কেউ বলেন প্লিজ
Share with your friends

আপনি এক কাজ করুন, যার কাছে সাইট কিনেছেন তার কাছ থেকে যেভাবে হোক ইমেইল এড্রেসটা নিয়ে নিন যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসে একাউন্ট খুলেছে । তারপর ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং মোবাইল নং বা অন্য একটি ইমেইল যুক্ত করে নিন যাতে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে ও রিকোভার করতে পারেন। এরপর আপনার সাইটে লগ ইন করার পাসওয়ার্ডটাও পরিবর্তন করে ফেলুন। তাহলে আর কোন ভয় থাকবে না। এখন সে যদি পরবর্তীতে আপনার সাইটে ঢুকতে চায় তাহলে পাসওয়ার্ড রিকোভারি করতে চাইবে। আর এর জন্য রিকোভারি লিংক যাবে ইমেইলে। কিন্তু সে যদি ইমেইলে প্রবেশ করতে না পারে তাহলে আর পাসওয়ার্ড রিকোভার করতে পারবে না। ফলে আপনি নিরাপদে থাকতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App