আপনি কি নিবন্ধন করেছিলেন?

যদি করে থাকেন,

এই লিংকে====> গিয়ে আপনি আপনার ভোটার তথ্য দেখতে পারবেন।

★প্রথম বক্সে নিবন্ধন করার পর যে স্লীপ দিয়েছিল, তার নাম্বার টা দিবেন।

★তারপর আপনার জন্ম তারিখ দিবেন। (যেটা নিবন্ধনের সময় দিয়েছিলেন)।

★তারপর ক্যাপচা টা পূরন করুন, যেভাবে আছে সেভাবে।

★তারপর  "ভোটার তথ্য দেখুন" এ ক্লিক করুন।

এর মাধ্যমে আপনি শুধু আপনার ভোটার এলাকা, NID নাম্বার জানতে পারবেন।

আরো সুবিধা পেতে সাইটে রেজিস্ট্রেশন  করে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ