সাইন্স থেকে SSC  GpA=5.0

HSC  মানবিক GpA=3.50

এখন

অামি ডিগ্রী করলে ভাল হবে না কি,

অনার্স রাষ্ট্র বিজ্ঞান করবো,অথবা ইসলামের ইতিহাস

করবো?

অমানবিক থেকে ডিগ্রী করলে কি কি করা যাবে,

এবং অনার্স রাষ্ট্র বিজ্ঞান করলে কি হবে,

এই দুইটার মধ্যে কোনটা ভাল হবে।


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনে রাষ্ট্র‌বিজ্ঞা‌নে অনার্স কর‌লে ভাল হ‌বে। ডি‌গ্রি থে‌কে অনা‌র্সের মান বে‌শি। ডি‌গ্রি করার পর মাস্ট্রাস কর‌লে তা অনা‌র্সের সমান হয়। আপ‌নে অনার্স কর‌লেই বি‌সিএস দি‌তে পার‌বেন কিন্তু ডি‌গ্রি করার পর বি‌সিএস দি‌তে হ‌লে মাস্ট্রাস কর‌তে হ‌বে। চাক‌রিসহ সকল ক্ষে‌ত্রে অনা‌র্সেরই অগ্রা‌ধিকার। তাই আপ‌নার য‌দি ইসলা‌মি ই‌তিহাস ছাড়া আর কোন বিকল্প বিষয় না আ‌সে তাহ‌লে রাষ্ট্র‌বিজ্ঞানই পড়ুন। রাষ্ট্র‌বিজ্ঞা‌নে অনার্স করার পর বি‌ভিন্ন স্কুল, ক‌লে‌জে শিক্ষকতা,সরকা‌রি ব্যাং‌কে চাক‌রি সহ বি‌ভিন্ন সরকা‌রি চাকু‌রি কর‌তে পার‌বেন। আর বি‌সিএস পাশ কর‌তে পার‌লে তো সরকা‌রি প্রথম শ্রেণীর গে‌জে‌টেড কর্মকর্তা হিসা‌বে চাক‌রি কর‌তে পার‌বেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ