Junait

Call

ডিগ্রীর মান বাড়িয়েছে..... এমন কোনো বার্তা

শিক্ষাবোর্ড কর্তৃক এখন পর্যন্ত জানায় নি।

কাজেই পরিস্থিতির বিবেচনায় ডিগ্রীর মান

অপেক্ষা অনার্সের মান বেশি।

স্বাভাবিক ভাবে একটু বুঝুন..... ডিগ্রী কোর্স ৩

বছরের, অনার্স ৪ বছরের..... বোঝাই যাচ্ছে যে

 ডিগ্রীর তুলনায় অনার্স এর মূল্য বেশি। সময় শুধুমাত্র

একটি বিষয় দেখানো হলো.... কিন্তু শুধু এই বিষয়টির

জন্যই অনার্স ডিগ্রীর থেকে এগিয়ে আছে তা নয়...

পড়ালেখার মান ইত্যাদি বিবেচনায় অনার্স এগিয়ে।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
হ্যাঁ আমি যতদূর জানি ডিগ্রির মান আগের চাইতে কিছুটা হলেও বাড়ানো হয়ছে কেনোনা বর্তমানে ডিগ্রির প্রশ্নপত্র , প্রশ্ন পত্রের মান , পরীক্ষার সময় সব অনার্সের সমান করা হয়েছে । কিন্তু তার পরো তা কখনই অনার্সের সমমান করা হয়নি যদি তাই করা হত তবে মানুষ ৪ বছর মেয়াদি অনার্স না করে ডিগ্রিই করত । আর ডিগ্রি করেই সরাসরি আপনি সব যায়গাতে আবেদন করতে পারবেন না যেটা অনার্স করে পারা যাবে যেমন বিসিএস সহ বিভিন্ন চাকরির খেত্রেও । 
আশা করি বুঝতে পেরেছেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ