Yakub Ali

Call

মুখ পরিষ্কার রাখুন সারাদিন। অন্তত তিন বেলা মুখ পরিষ্কার করুন। প্রতিদিন বেসনের সঙ্গে শসা ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্রণের/ত্বকের শাল দূর করার জন্য প্রাকৃতিক উপায় অনেক ভাল । নিম্নের বিষয়গুলো অনুসরন করলে আপনার ব্রণের/ত্বকের শাল দূর হবে । (১) ১০ গ্রাম সাদা সরষে এবং ১০ গ্রাম কাঁচা দুধ একত্রে বেটে মুখে মেখে রাখতে হবে অন্ততঃ আধঘন্টা । এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে । এভাবে রোজ একবার করে ১৫ দিন মাখতে হবে । ** Garnier Men Oil Clear Face Wash দিয়ে মুখ ধুতে পারেন । (২) কাঁচা হলুদের রস ১ চামচ, নিমপাতার রস ১ চামচ এবং চিনি ১ চামচ একত্রে মিশিয়ে ভোরবেলা খালি পেটে খেতে হবে ১ মাস । * মেনে চলবেন- পেট ঠান্ডা রাখে এমন জাতীয় খাবার এবং মিছরীর সরবত খাওয়া উচিত । পেটের কোনো রোগ থাকলে বিশেষত গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে চিকিৎসা করাতে হবে । *** ব্রণ এবং ব্রণের শাল চলে যাওয়ার পরও যদি মুখে কালো দাগ দেখা যায় তবে- ১) মুসরীর ডাল দুধ দিয়ে বেটে লাগালে মুখের কালো দাগ কমে যায় । . . . [[ব্রণের উপর বরফ কুচি ঘষলেও ব্রণ হালকা হয়ে যায় ।]]...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ