আমার বিকাশ একাউন্ট থেকে কেউ ২০০০ টাকা send money করছে অবশ্য সে আমার password জানতো , কিন্তু টাকা সেন্ড করার পর সে মেসেজ ডিলিট করে দেয়। তারপর বিকাশ অফিসে গিয়ে সেই নাম্বার টা যোগাড় করি। এখন আমি এই নাম্বার টির উপর থানায় মামলা করতে চাচ্ছি তাহলে কি যানতে পারবো নাম্বার টি কার। এছাড়া বিকল্প পদ্ধতী আছে যার মাধ্যমে নাম্বার টি কার তা জানতে পারব।আশা করি প্রশ্নটির যথাযথ উত্তর পাবো।
Share with your friends
Md Ashif

Call

মামলা করলে নাম্বার ট্র্যাক করে কার নাম্বার জানা যাবে।।।।।।।।

Talk Doctor Online in Bissoy App
Afruza

Call

নম্বর ট্রাকার অ্যাপটি Download করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

থানায় মামলা করলে জানতে পারবেন অথবা সিমের কাস্টমার কেয়ারে গিয়ে এই সিমের ব্যাপারে সব তথ্য জানতে পারবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

ভাই, আপনার একাউন্ট থেকে কেউ টাকা নিয়ে সম্পূর্ন মেসেজ ডিলিট করে দিলেও অফিসের সাহায্য ছাড়া তার নং বের করতে পারবেন আপনার বিকাশ একাউন্ট থেকে। এজন্য আপনাকে করতে হবে প্রথমে *২৪৭# ডায়াল করে my bkash অপশন এ ঢুকলে Request statement দেখতে পাবেন, সেখানে ঢুকে পিন নং দিলে সর্বশেষ ৫ বার সে একাউন্ট থেকে কোন নং এ কত টাকা তুলা হয়েছে তা জানতে পারবেন। *247# >my bkash> Request statement > pin>. ★ আর যেহেতু সে আপনার পিন জানে বলেছেন তাহলে খুজে দেখুন পরিচিত কেউ কিনা। ★তার পরিচয় জানতে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে থানায় একটা জিডি করে সেই কাগজ নিয়ে রবি অফিসে গেলে তার নং থেকে তার সম্পূর্ন পরিচয় পাওয়া যাবে, তার বিকাশ একাউন্ট খোলার কাগজ গুলো থেকে আরো সহজে ছবি সহ পাওয়া যাবে। আমি এরকম কয়েকটা বের করেছি। ★ আরো একটা পদ্ধতি আছে,আপনার এলাকার বিকাশ ডিসট্রিবিউশনের সাথে যোগাযোগ করুন।তাদের কে নাম্বার দিয়ে বিষয়টি খুলে বলুন কাজ হয়ে যাবে কনর্ফাম। আশা করি উত্তর টা পেয়েছেন, বিস্তারিত জানার থাকলে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

আপনি সিম অফিসে গিয়ে সেই নাম্বারের তথ্য সংগ্রহ করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App