আমার বিকাশ একাউন্টের পাসওয়ার্ড change করি তখন password ব্লক হয়ে গেছে। আমি ১৬২৪৭ এই নাম্বারে কল দিয়ে ছিলাম। তারা আমার বিকাশ খোলার জাতীয় পরিচয় পএের আইডি নাম্বার ছেয়েছে , আমি আইডি নং দিয়েছি ।তারপর তারা বিকাশ একাউন্টে কত টাকা আছে। তা সঠিক দিয়েছি। এবং একাউন্টের লাস্ট দুই টি লেনদেন জিজ্ঞেস করে। কিন্তু আমার লাস্ট দুইটি লেনদেন সঠিক উত্তর দিয়েছি। কিন্তু তারা বলে আপনার এরকম কোন লেনদেন করা হয় নি। এখন আমার account ফেরত দিতেছে না কি করব হেল্প করেন।
Share with your friends
Call

আপনার আইডি কার্ড নিয়ে বিকাশ কাষ্টমার কেয়ারে যোগাযোগ করুন। আইডি কার্ড দিয়ে দিয়ে তারা আপনার আপনার বিকাশ টি ঠিক করে দিবে। আইডি কার্ড এর সাথে আরো লাগলে লাগতে পারে বিকাশ কাষ্টমার কেয়ারে যোগাযোগ করুন।।। কাষ্টমার ছাড়া আপনার বিকাশ একাউন্ট আর ঠিক করতে পারবেনা। তাই যত তাড়াতাড়ি সম্বব। বিকাশ কাষ্টমার কেয়ার যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App
kanon

Call

সাধারণ ফোন করলে এরকমটি বলে।।

এবং ঠিক করেনা।

আপনি আপনার যে আইডি দিয়ে

একাউন্ট খুলেছেন এটা আপনার -

তাহলে আইডি কাড ২ কফি ছবি, ছবি নাও লাগতেপারে 

নিয়ে আপনার এলাকার যে বিকাশ কাস্টমার কেয়ার

আছে সেখানে যান। ওনারা ঠিক করে দেবেন।

বিকাশ কাস্টমার কেয়ার আপনার জেলা শহরে ছারা

পাবেন।

আপনি বিকাশের এজেন্ট এর কাছে থেকে ঠিকানা

নিয়ে যোগাযোগ করুন।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App
Mozidraihan

Call

আপনার ঔ  অ্যাকাউন্ট এ ক্যাশ ইন করুন তাহলেই লেনদেন এর মেসেজ পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার বিকাশ নাম্বারের সকল কাগজ, ভোটার আইডি কাড' এবং ২ কপি ছবি নিয়ে  মহাখালী  বিকাশ অফিসে যেতে হবে যদি কিনা আগের বিকাশ একাউন্ট চালু রাখতে চান।

Talk Doctor Online in Bissoy App
Masum1313

Call

আপনি আপনার নিকতস্ত বিকাশ কাস্টমার কেয়ার এ চলে যান। আপনার ভোটার আইডি + যে সিমে বিকাশ খোলা সেই সিম সাথে নিয়ে। 

বিস্তারিত এখানে দেয়া কিছুটা কস্ট সাধ্য বলে মনে করি

আপনি এ-ই পোস্ট টা দেখুন ভালো করে 

https://all-roundbd.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/

Talk Doctor Online in Bissoy App