Call

জি না কোন সমস্যা হবে না। আমি এই মোবাইল ১ বছর যাবত প্রতিদিন রাত ১১-১২ টার দিকে চার্জ দিয়ে ঘুমেয়েছি এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে আপনার ফোনটি সবসময় এইভাবে চার্জ না দেওয়ায় ভালো । আপনি প্রয়োজনে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে থাকেন তারপর যখন রাতে একটু ঘুম থেকে উঠবেন তখন খুলে ফেলুন।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখাটা স্মার্টফোনের 

ব্যাটারির কোনো ক্ষতি করে না বলে জানিয়েছেন

 ফোন চার্জার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাঙ্কের মুখপাত্র

 ইদো ক্যাম্পোস। তিনি বলেন, ‘স্মার্টফোন আসলেই স্মার্ট।

 এটি জানে এর কতটুকু চার্জ প্রয়োজন। প্রয়োজনীয় 

চার্জ নেওয়া হয়ে গেলে এটি চার্জ করা বন্ধ করে দেয়।

 অর্থাৎ বিদ্যুৎ সংযোগ থাকলেও ফোনের ব্যাটারি তার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে না। তাই সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখলে এটি ফোনের ক্ষতি করে না।’

কিন্তু বারবার বা ঘনঘন ফোনে চার্জ দেওয়াটা ব্যাটারির

 জন্য ক্ষতিকর। আবার একেবারে শূন্য থেকে ১০০

 শতাংশ পর্যন্ত চার্জ দেওয়াটাও ক্ষতিকর। প্রযুক্তিবিষয়ক 

ওয়েবসাইট পিসি অ্যাডভাইজারের এক প্রতিবেদনে 

বলা হয়েছে, স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারিতে সব সময়

 ৪০ থেকে ৮০ শতাংশ চার্জ থাকা অবস্থায় ব্যবহার 

করা ভালো।

২০ শতাংশের নিচে চার্জ নামানো ঠিক নয়, আবার 

পুরোপুরি, অর্থাৎ সব সময় শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ দেওয়াও ঠিক নয়। তবে মাসে একবার শূন্য থেকে 

১০০ শতাংশ মানে পুরোপুরি চার্জ দেওয়া যায়। 

কিন্তু সব সময় সেটা করলে ব্যাটারির ক্ষতি হয়।

Talk Doctor Online in Bissoy App