আমি ২০১৬ সালেh.s.c পরীক্ষা দিয়েছি ৩.৪২ পেয়েছি যদিও রেজাল্ট বেশি আসার কথা ছিল। আমার বাবা মায়ের অনেক আশা আমাকে কোন বিশ্ববদ্যালয়ে পড়ানোর। কিন্তু ঢাকাসহ অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারব না এই রেজাল্ট নিয়ে। আমার রেজাল্ট ৪.০০ হলে মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারব। কোন সহৃদয় মানুষ যদি আমার রেজাল্ট পরিবর্তন করে ৪.০০ করে দিতে পারে তাহলে আমি আমার পরিবার সারাজীবন তার জন্য দোয়া করব। এবং আমি তার জন্য ১২ রাকাত নফল নামায পড়ব। আল্লাহ যেন তাকে সবসময় ভাল রাখে।
Share with your friends
Indro paul

Call

ভাই রেজাল্ট পরিবর্তন করা অসম্ভব। এই কাজটি কেও করতে পারবে না। তবে আপনার SSC এবং hsc মিলে যদি ৭পয়েন্ট হয়। তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

এমন কোন সুযোগ নেই ভাইয়া। তোমার রেজাল্ট যদি দুইটা মিলে ৭:৫০ ও থেকে এক্সজাম দিতে পারবা । বিজ্ঞান বিভাগের হলে সমস্যা এই রেজাল্ট নিয়ে। কোন বিভাগ ও এস, এস,সি তে কত পয়েন্ট তা জানার ছিল।

Talk Doctor Online in Bissoy App