কাস্টম রম ইন্সটল দিতে ফোন রুট থাকতে হয়। আর ফোন যদি রুট করা থাকে তাহলে odin দিয়ে কাস্টম রম দিতে হবে কেন। রিকোভারি থেকে ইন্সটল দিলেই তো হয়।
আর কম্পিউটার দিয়ে রুট ছারাই কাস্টম রম দেওয়া যায়। তবে এতে ঝামেলা আর ক্ষতি বেশি। তো আপনি রুট ছারাই রম দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আমি বলব আপনি ফোনের বারোটা বাজাতে চাচ্ছেন। 
Talk Doctor Online in Bissoy App

কাষ্টম রম ইনস্টল কম্পিউটার ছাড়া দেওয়া যায়। প্রথমে আপনার মোবাইলটি রুই করতে হবে।তারপর twrp recovery image ইনস্টল দিতে হবে rashr apk ব্যবহার করে। তারপর কাস্টম রম ইন্টারনেট নামাবেন যদি আপনার মোবাইলটি স্যামসাং হয় তাহলে আপনি cm /lineage os ব্যবহার করতেপারেন মূলত এই কোম্পানির উন্নত মানের কাস্টম রম তৈরি করে

Talk Doctor Online in Bissoy App