টমেটোপ্যাক : প্রথমে এক টেবিল চামচ টমেটো রস নিন, হাফ টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ গোলাপ জল নিন। সব উপাদান একসাথে মিশিয়ে নিয়ে আপনার মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ফর্সা ত্বক। শসাপ্যাক : দুই টেবিল চামচ শসার রস ও তিন থেকে চার ফোঁটা গোলাপজল এক সাথে মিশিয়ে একটি ফেস প্যাক বানান। এরপর এই প্যাকটি আপনার মুখে ও গলায় ম্যাসাজ করুন ও ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে সাহায্য করবে। স্ট্রবেরি ফেসপ্যাক: ২ থেকে ৩ টি স্ট্রবেরি পেস্ট করে আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পড় ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনাকে উজ্জ্বল ও পরিষ্কার ত্বক পেতে সাহায্য করবে। আপেল প্যাক : এক টেবিল চামচ আপেল জুস নিন ও এর সাথে হাফ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানান। আপনার মুখে এই প্যাকটি ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সব ধরণের ত্বকের জন্য উপযোগী। কলার ফ্রুট মাস্ক : একটি কলার অর্ধেকটা নিয়ে তার সাথে দুই টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। আপনার মুখে হালকা ম্যাসাজ করে ২০ মিনিট পড় ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার করে আপনি পাবেন সুন্দর উজ্জ্বল ত্বক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি ক্রীম,ফেসওয়াশ ইত্যাদি ব্যবহার করতে পারেন ।তাছাড়া বেশি রোদে ঘোরাফেরা করবেন না ।প্রাকৃতিক উপায়েও ত্বক ফর্সা করার চেষ্টা করতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হারিয়ে যাওয়া উজ্জল ত্বক  বা রোদে পোড়া ত্বক, ব্রন, টোনিং,স্মুথিং,টাইটনিং,ময়শ্চারাইজিং এর জন্য এ প্যাকটি  ব্যাবহার  করতে পারেন।এ প্যাক আপনি ১ মাস নিয়মিত ব্যাবহার করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।  প্যাকের জন্য উপকরন:- ১/ লেবুর রস-১ চা চামচ,  ২/মূলতানি মাটি- ১ চা চামচ, ৩/ ময়দা বা বেসন-১ চা চামচ,৪/ দুধ- ১ চা চামচ,৫/ গোলাপ জল -১চা চামচ,   ৬ / হলুদ পাউডার-১ চা চামচ।সব উপকরন ভাল করো মিক্স করে সমস্ত মুখে না শুকানো পর্যন্ত  রেখে দিন

শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ভাল করে  ধুয়ে ফেলবেন।ধন্যবাদ।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

image

                                        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সর্বপ্রথম কথা হচ্ছে নিয়মিত

ত্বক পরিষ্কার রাখুন।

সেই সংগে ফেয়ার এন্ড লাভলি ফেসওয়াস

এবং ক্রিম নিয়মিত ব্যাবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ