আমি ইংরেজি প্যারাগ্রাফ, কম্পোজিশন ইত্যাদি মুখস্থ করতে পারি না। সামনে জেএসসি পরীক্ষা। কেউ আমাকে সাহায্য করো। আমি যেন ইংরেজিতে ভালো করতে পারি।ইংরেজি বাদে আমার কোনো বিষয়ে আমার সমস্যা নেই।তাই কেউ সাহায্য করুন কৃতজ্ঞ থাকব।
Share with your friends
Call

প্রথমে Sentence টি ভালভাবে পড়ুন। তারপর ঐ বাক্যের কঠিন ওয়ার্ডগুলো ৪ থেকে ৫ বার পড়ুন।তারপর বাক্যটি মুখস্থ করুন।দেখবেন এমনিতে মুখস্থ হয়ে গেছে

Talk Doctor Online in Bissoy App
Mehedi001

Call

আপনার প্রথমে উচিত পর্যাপ্ত পরিমাণ ইংরেজি শব্দার্থ আয়ত্ত করা এবং আয়ত্তে এলে তারপর লেখার জন্য Tense ঠিক রেখে প্রত্যেকটা Word সুস্পষ্ট ভাবে লেখা, আপনি এর জন্য saifurs এর কিছু বই পড়তে পারেন.....

Talk Doctor Online in Bissoy App

মুখস্ত করতে পারছেন না,,,কিন্তু জানলাম না আপনি ইংলিশে পাকা কিনা।। যদি পাকা হন তবে কোন টপিকসের ওপর বানিয়ে  লেখার চেষ্টা করুন, বই এর সাথে টালি করুন কি কি পয়েন্ট ছুটে যাচ্ছে দেখুন কিংবা ভালো শিক্ষককে দেখান কেমন নন্বর আসবে জানুন ।আরও ভালো করার চেষ্টা করুন ,গুছিয়ে টু দ্য পয়েন্ট উত্তর লেখুন,সময়ের মধ্যে লেখার চেষ্টা করুন ।মুখস্থ না হলেও চলবে,তবে মুখস্ত থাকলে সময় সেভ হবে ।।  আর যদি কাঁচা হন  তাহলে কিছু করার নেয় । নম্বর পেতে গেলে ভালো ভালো আসার মত (  স্যার,বন্ধুদের কাছে জেনে)paragraph,composition গুলি মুখস্থ করার প্রাণপন চেষ্টা চালান ।একটু একটু করে মুখস্থ করুন,না দেখে বলুন,না দেখে লেখার চেষ্টা করুন ।। আসতে আসতে হয়ে যাবে । ভেঙে পড়বেন  না।। best of luck....



Talk Doctor Online in Bissoy App
Indro paul

Call

আপনি প্যারাগ্রাফ ও কম্পোজিশন পরার সময় sentence গুলোর বাংলা মানে করে পরুন। এইভাবে পরলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। যদি ভুলেও যান তবুও আপনার বাংলা মনে থাকবে। আর ঠিক তখনই আপনি ঐ বাংলাটিকে ইংরেজীতে রূপান্তর করবেন।

Talk Doctor Online in Bissoy App

Call

আপনি এখান থেকে ইংরেজি সকল রাটিং বিষয়ের অটো পেতে পারেন যেমন একটি প্রারাগ্রাফ লিখে অনেক গুলা লিখতে পারবেন http://www.tipscountbd.com/category/ইংরেজি-পাস-ঠেকাই-কে/

Talk Doctor Online in Bissoy App