এগজামে ডাইলক কমন না পাইলে এর জন্যে করনীয় বা এর কোন নিয়ম আছে? এমন কোন নিয়ম আছে যে নিয়ম ফলো করে অনেক ডাইলক Exam এ কমন পাওয়া যাবে।
Share with your friends

ইংরেজী শিখতে কৃপনতা করবেন না। একটি শিখে ১০টি ডাইলক লিখা যায় এমন বই বাজারে অহরঅহ পাওয়া যায়। এই সব বই যদি পড়েন তাহলে আপনি চরম টগা টগবেন। যে ডাইলক ১টা পড়লে ১০টি লেখা যায় তাতে নাম্বারও ১০ এর মধ্যে ১ পাওয়া যায়। ভালো শিক্ষক কখনও এর বেশী দিবেন না। আপনি ইংরেজী যত পড়বেন তত শিকবেন তাতে কোন সন্দেহ নাই। জীবনটাকে স্বার্থক করার জন্য পড়াশোনায় কৃপনতা পরিহার করে বেশী বেশী ইংরেজী পড়ুন। ১টার জায়গায় ১০টা শিখার চেষ্টা করুন,, ১০টার জায়গায় ১টা নয়। আপনি পারবেন ১টি শিখে অনেকগুলো লিখার নিয়ম সংগ্রহ করতে,,, কিন্তু এতে আপনি কতটুকু উপকৃত হবেন একটু ভেবে দেখেছেন?

Talk Doctor Online in Bissoy App