আমার বাবা তিন ভাই।মেজো ভাই অনেক আগেই গত হয়েছেন।বড় ভাই অবিবাহিত ছিলেন যিনি কিছু দিন আগে গত হয়েছেন। আমার মেজো জ্যাঠার ছেলেরা অনেক বড়ো। ওরা আমাদের সাথে আলাদা হয়েছে, এবং বড় জ্যাঠা বা ঠাকুমা বেচে থাকাকালীন তাদের কোন দায়িত্ব নেয়নি।সমস্ত দায়িত্ব আমার বাবার উপর ছিল।তারা মারা যাওয়ার পর কোনো উইল করে যান নি।তাদের শ্রাদ্ধ শান্তি সমস্ত দায়িত্ব আমার বাবার উপর ছিল,আমার জ্যাঠার ছেলেরা কোনো দায়িত্ব নেয়নি।ওনারা যতদিন বেচে ছিলেন ওনাদের জমি জমা ঘরবাড়ির ভাগ আমাদের আমাদের ছিল।ওনারা মারা যাবার পর আমার জ্যাঠা র ছেলেরা তার ভাগ ছাইছে। এখন আমাদের কী করা উচিত দয়া করে বলুন।।
শেয়ার করুন বন্ধুর সাথে
kanon

Call

কোন উইল না করে দিলে তোমাদের কিছুই করার নেয়।

সরকারি ভাবে তারাই মালিক।

তিনারা দাবি করলে আপনাদের কিছুই করার নাই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাদের এলাকার কিছু নামি লোক!

এই যেমন গ্রাম মেম্বার চেয়ারম্যন সহ কিছু বুদ্ধিমান

ব্যক্তি নিয়ে একটি সমালোচনায় বসুন। তারপর তারা যে

সমাধান দেন সেটা যদি সঠিক হয় তাহলে ওটাই মেনে নিন।

আসলে সত্তি বলতে আগামি কাল ঠিক এই কারনেই

আমার বাবা ও চাচারা ঠিক একই ভাবে মিমাংসাই

বসবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ