হ্যাঁ হবে! তবে পড়লে ভালো হবে! আর নিয়ত মুখে না করলেও চলবে!তবে অন্তরে নিয়ত থাকতে হবে! রসূল মুখে নিয়ত করছে এমন হাদিস আজো পাইনি! তবে ঈমাম আবু হানাফীর মতে মুখে নিয়ত!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এতে নামাজ পরিপূর্ন ভাবে আদায় হবেনা।  নামাজে নিয়ত করা সুন্নত।   এটি মাজাহাবের ইমাম হানাফি (রহঃ) এর কিতাবে উল্ল্যেখ আছে। 


শুধু নামাযের ক্ষেত্রেই নয় । বরং যে কোন কাজের ক্ষেত্রেও নিয়ত করা জরুরি। কারণ আপনার নিয়ত সঠিক না হলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু প্রচলিত নিয়মে মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করার মতো কোন দু‘আ সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয় । বরং আপনি মনে মনে যে কাজটি করবেন তার উদ্দেশ্য ঠিক করে নেওয়াটাই নিয়ত হিসেবে গণ্য হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অবশ্যই নামাজ হব।।। কারন নামাজ কবুলের জন্য মুখে নিয়্যত করা জরুরি নয় বরং অন্তরে নিয়্যত করা ই শ্রেয়। মোখে উচ্চারন করলে ভাল য়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নামাযের শুরুতে নিয়ত এবং ইন্নি ওয়াজ্জাহতু না পড়ে যথা নিয়মে নামায আদায় করা হলে নামায পরিপূর্ণরূপে আদায় হয়ে যাবে। এতে নামাযে সমান্য পরিমাণ ঘাটতি হবে না। আপনি নিয়ত না পড়ার কথা বলেছেন। নিয়ত না পড়লে নামাযের কোনো সমস্যা হয় না। তবে মনের মাঝে নির্দিষ্ট নামাযের নিয়ত থাকতে হবে। এটা নামাযের অন্যতম ফরজ। বস্তুত নিয়্যাত একটি আরবী শব্দ। এর অর্থ হলো মনের সংকল্প। এটা মুখে উচ্চারণ করা আবশ্যক নয়। আরবী গদবাধা বা বাংলা নিয়তকে মুখে উচ্চারণ করাকে আবশ্যক মনে করা হলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তেমনিভাবে নামাজের শুরুতে জায়নামাযের দুআ নামে খ্যাত ইন্নি ওয়াজ্জাতু... পড়ার কথা হাদীস এবং ফিকহের কোথাও উল্লেখ করা হয় নি। এটি একটি কুসংস্কার বলা চলে। সুতরাং ইসলামী শরীয়াতে নামাযের শুরুতে এ জাতীয় দুআ পড়ার সুযোগ নেই। তবে দুআটি ভাল। এবং সুন্দর অর্থপূর্ণ। কিন্তু নামযের পূর্বে পড়ার মত কোনো দুআ নয়। কোনো কোনো হাদীসে এ দুআটি নামায শুরু করার পর সানা এর স্থলে পড়ার কথা এসেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিয়ত করা ওয়াজিব, নিয়ত পড়া মুস্তাহাব। নিয়তের দু'আ পড়া সুন্নত থেকে প্রমানিত নয়। কেউ যদি ভাবে সুন্নতের থেকেও নিয়ত পড়া উত্তম বা বেশি সওয়াব, তাহলে সেটা বিদ'আত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ