Yakub Ali

Call

এ্যান্ড্রয়েডে ফোনে গেম খেলনে গরম হওয়া

সাভাবিক। তবে মাত্রাতিরিক্ত গরম হলে

অস্বাভাবিক।

প্রসেসর হল  ফোনের ‘হার্ট’। মানুষের বেঁচে থাকার জন্য যেমন সবসময় হৃতপিণ্ড সচল থাকা দরকার ঠিক তেমনি স্মার্টফোন চালু রাখতে সবসময় চলতে থাকে প্রসেসর। প্রসেসর চলাকালীন তাঁর ভেতরের ইলেক্ট্রণগুলোয় তাপ উৎপন্ন হয়। ফোন ব্যবহার না করলে সেই তাপ কম হয়। কিন্তু ফোন ব্যবহার করলে সেই তাপ বেশি উৎপন্ন হয় আর তখন গরম ফোন বডিতে অনুভূত হয়।

তাই মাত্রাতিরিক্ত গরম হলে একবার 

কাস্টমার কেয়ারে দেখালে উত্তম। ব্যাটারির

সমস্যা থেকেও হতে পারে।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন, আর

কোনো

একটি ram booster অ্যাপ ব্যবহার

 করুন, 

যেটি

আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলিকে অফ 

করে 

রাখবে। 

(আর চার্জে বসিয়ে মোবাইল ব্যবহার

 করবেন না,

খুব দরকার না হলে)

Talk Doctor Online in Bissoy App

এক্ষেত্রে আপনার খুব বেশি কিছু করার নেই । 

চার্জ অবস্হায় গেম খেলবেন না । 

অপ্রয়োজনীয় Apps রাখবেন না । 

Clean master Apps টি ব্যবহার করে দেখতে পারেন । 

মোবাইল অনেক গরম হওয়ার পরেও যদি চার্জ বেশি 

থাকে তাহলে সমস্যা নেই । কিন্তু চার্জ কম থাকলে Care এ 

যোগাযোগ করুন । 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার সমস্যাটির জন্য আপনি

আপনার ফোনের কাস্টমার সার্ভিসে

যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App
live_khan

Call

আপনার ফোনের অতিরিক্ত software গুলো unstall করুন। প্রয়োজনীয় software Update রাখুন। জাঙ্ক ফাইল রিমুভ করুন।।। আর অতিরিক্ত টিপাটিপি, সারাক্ষণ গেম খেলা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App