আমার বোন এবছর নবম শ্রেণীতে (মানবিক) পড়ে। স্বরণশক্তি মধ্যম প্রকিতির। কিন্তু আমরা সবাই চাই সে এস এস সি তে ভালো রেজাল্ট করুন। আর সেজন্য সে পড়াশোনা ও শুরু করেছে মনোযোগ দিয়ে। কিন্তু তার একটা ভালো গাইডের দরকার। আর সেই সাজেশন নেয়ার জন্যই আপনাদের কাছে আসলাম। কোন কম্পানীর গাইড কিনলে আমার বোন সহজে তার কাঙ্খিত লক্ষে পৌছতে পারবে? অনুপম ভালো হবে? নাকি অন্য কোন গাইড? দয়া করে একটু বিস্তারিত জানালে ভালো হবে। আমি কৃতজ্ঞ থাকব।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লেকচার বা পাঞ্জেরি এর গাইড বই দেখতে পারেন,জুপিটার এর বই ও ভালো।লেকচার নিলেই ভালো হয়।এতে মোটামুটি সুন্দরভাবে পড়াগুলো উপস্থাপন করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FHHRIDOY

Call

নিউটন সিরিজের লেকচার গাইট টি নিতে পারেন এটি খুবই ভালো মানের । আমি নিজেও এটি ব্যবহার করছি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি নবদূত কিনতে পারেন। এটাতে পড়া সহজ ভাবে দেওয়া থাকে যা বুঝতে সাহায্য করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গণিতের জন্য আদিল গাইড টা কিনুন এবং বাকিগুলো লেকচার কিনুন। সবচেয়ে বেস্ট হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যেহেতু বলছেন যে আপনার  

স্বরণশক্তি মধ্যম প্রকৃতির তো সেক্ষেত্রে 

আপনি নিউটন সিরিজের যে Original 

লেকচার গাইড পাওয়া যায় সেটি কিনে পড়তে পারেন । 

ঐখানে প্রশ্ন একটু বড় করে লিখলেও 

ভাষার মধ্যে প্রাঞ্জলতা আছে । 

আপনি প্রশ্নগুলো পরলে খুব সহজেই বুঝতে পারবেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SMAbuTalib

Call

আপনি আপনার  বোনার জন্য পাঞ্জেরি সিরিজের একটি গাইড কিনতে পারেন, আমি নিজে পড়ে ও উপকৃত হয়েছি। আশা করি ভাল ফলাফল করবে। ধন্যবাদ ভাই Google এর সাহায্য নেওয়ার জন্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ