cute

cute

cute

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 50.71k বার দেখা হয়েছে | এই মাসে 50.71k বার
27 টি প্রশ্ন দেখা হয়েছে 33.19k বার
12 টি উত্তর দেখা হয়েছে 17.52k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

ঢাকার পরিবেশের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেয়া যায় পরামর্শ চাই...?

আমি একজন মাদরাসার ছাত্র। আমার বয়স ২২। আগে গ্রামে লেখা পড়া করতাম। এ বছর ঢাকায় এসেছি। এখানে পরিবেশের সাথে আমি ঠিক মত মানিয়ে নিতে পারছি না। তাই আমার শারিরিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। নিচে আমি বিস্তারিত তুলে ধরছি। দয়া করে পড়ুন। যদি সমাধান বা কোন পরামর্শ জানা থাকে তাহলে আমাকে একটু সাহাজ্য করুন।

১। প্রস্রাব গাঢ় হলুদ হয়ঃ প্রথম ২-১ দিন বিষয়টি খেয়াল করিনি। কিন্তু দু’দিন পরই দেখলাম যে প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে। তাই ভেবেছিলাম হয়ত পানি কম খাওয়ার কারণে এমন হচ্ছে। কিন্তু আমি গ্রামে থাকতে আরো কম পরিমান পানি পান করতাম। তারপরও পানি পানের দিকে একটু বিশেষ মনোযোগ দিলাম। আগের থেকে আরো বেশী করে পানি পান করতে লাগলাম। তারপর হলুদ ভাবটা কমলেও পুরোপুরি সারেনি। আবার অতিরিক্ত পানি পান করার কারণে ঘণ ঘণ প্রস্রাবে যাওয়ার ঝামেলা হয়। সেদিকেও খেয়াল রাখতে হয়। বলে রাখা ভালো, আমি বর্তমানে যে মাদরাসার পড়ি সেখানে বিশুদ্ধ খাবার পানির জন্য (এটি ফিল্টারের ডেমো লিংকঃ http://www.clickbd.com/bangladesh/2584279-tpro-5050.html এ জাতীয় ফিল্টার বসানো আছে।

আমার মত আমার এক ছাত্র ভাইয়ের ও নাকি এমনই অবস্থা। সেও নাকি গ্রামে এতো পানি পান করত না। তারপরও তার প্রস্রাবে কোন সমস্যা ছিল না। এখন বেশী পানি পান করার করলেও সমস্যাটা পুরোপুরি দূর হয় না।

২। শ্বাষ কষ্ট দেখা দিচ্ছেঃ প্রথম তিন চারদিন এই সমস্যাটি দেখা যায়নি। কিন্তু এখন ঘন ঘন এই সমস্যাটি দেখা যাচ্ছে। তবে যখন কোন এ.সি. রোমে ঢুকি তখন এই সমস্যাটা বেশী লক্ষ করছি। বিশেষ করে আমাদের মসজিদে এসি করা। আমাকে মসজিদে যেতেই হয়। কিন্তু পুরোটা সময় আমাকে ভুগতে হয়। এমনিতে আমার আরো ৭-৮ বছর আগে একটু সমস্যা ছিল। তাও তখন সব সময় এমন হত না। যখন একটু বেশী খাবার খেতাম অথবা একটু পরিশ্রম করতাম শুধু তখনই এই সমস্যাটা দেখা দিত। কিন্তু এখন এসি রুমে গেলেই এটি একটু বেশী লক্ষ করছি। আমার শ্বাষ নিতে খুবই কষ্ট হয়। মনে হয় বুকে চেপে থাকে। অনেক জোর করেও মনে হয় শ্বাষ ফেলতে পারি না।

উপরের দুইটি সমস্যা আমার বেশী চিন্তায় ফেলে দিচ্ছে। আপনার কাছে যদি এ ব্যাপারে কোন পরামর্শ থাকে, তাহলে দয়া করে আমাকে বলুন। আমার অনেক ইচ্ছা যে আমি ঢাকায় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর জন্য কাজ করব। কিন্তু এতে আমার চিন্তা হচ্ছে আমি কি পারবো, নাকি ঢাকার পরিবেশের সাথে আমার হার মানতে হবে?


0 likes | 1664 views

অভ্রতে Ansi Mode এ "র" এ উ কার "ন" এ ত যোগে লিখব কিভাবে?

আমি অভ্র দিয়ে ansi mode এ লিখার সময় এই সমস্যা গুলো হচ্ছে। নিচে স্ক্রিন শট দিলাম। কেও সমাধান জেনে ঠক্লে সাহায্য করুন প্লিজ। 

0 likes | 2565 views

বিকাশ এজেন্টদের লাভ কত কিভাবে?

আসসালামু আলাইকুম। আমি কয়েক দিন ধরে একটা বিষয় লক্ষ করছি। সেটা হল, অনেক বিকাশ দোকানদারের কাছে গিয়ে টাকা তোলার সময় তারা এজেন্ট নাম্বার না দিয়ে একটা পার্সোনাল নাম্বারে টাকা তোলার কথা বলে। এতে আমার পাঁচ টাকা খরচ হলেও, বাকি টাকা তারা নিয়ে নেয়। আমার প্রশ্ন হলো, তারা যখন টাকাটা ক্যাশ আউট করবে, তখন তো পুরা খরচ টা কেটে যাবে। তাহলে এমন করে তাদের লাভ টা কি হলো? হিসেবটা বুঝতে পারছেন কেও?

0 likes | 3252 views

কাচা ছোলা খাওয়ার নিয়ম কি?

আমার বয়স ১৮+ আমি শরীর সবল করা ও অন্যান্য উপকারের জন্য কাচা ছোলা রাতে ভিজিয়ে রাখি এবং ফজরের পরে খাই। আমার প্রশ্ন হল, আমি কতগুলো ছোলা ভিজাব? আনুমানিকভাবে কতটা বুট ভিজালে ভালো হতে পারে? দয়া করে এবিষয়ে অভিজ্ঞরা উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। 0 likes | 3022 views

Nokia অর্থ কি...?

Nokia অর্থ কি? জানিয়ে উপকৃত করবেন। 0 likes | 2821 views

বিদেশ থেকে Internet এর মাধ্যমে local number এ call করে কিভাবে?

বিদেশ থেকে Internet এর মাধ্যমে local number এ call করে কিভাবে? বাংলাদেশ থেকেও কি করা যাবে? কোন credit ব্যতীত। 0 likes | 3703 views

প্রবলেম?

আমি ল্যাপটপে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম ইউজ করি,কিন্তু সেখানে ফেসবুক ব্যবহারের সময় বাংলা লিখে কিভাবে পোস্ট করব?বাংলা লিখে পোস্ট করলে হিজিবিজি লেখা আসে।আমি মাইক্রোসফট অফিস ২০০৩ ব্যবহার করি।সেখান থেকে বাংলা লিখে কপি করে ফেসবুক বা ব্লগে পোস্ট করলে হিজিবিজ লেখা আসে।আমি বিজয় কি-বোর্ড ও সফটওয়্যার ব্যবহার করি।বাংলা না লিখতে পারার সমস্যাটি সল্ব করুন। 0 likes | 2602 views

কম্পিউটার রিফ্রেশ করতে রাইট বাটন ক্লিক করবো নাকি লেফট বাটন?

কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক করলে Refresh মেনু আসে। এখন প্রশ্ন হলো refresh করতে এখন রাইট বাটন ক্লিক করবো নাকি লেফ্ট বাটন ক্লিক করবো? কারন দুটোতেই তো refresh হয়। সঠিক কোনটা। 0 likes | 2884 views

কমিপউটার হেলপ?

আমি কমপিউটারে নেট চালাতে চাই কি ভাবে চালাবো??? 0 likes | 3004 views

বাংলাদেশ এর সবচেয়ে বড় facebook গ্রুপ এর নাম কি?

0 likes | 4465 views