Yakub Ali

Call

আপনার হাতটি পরিস্কার রেখে ব্যবহার করলে

কোন সমস্যা হবেনা।

ব্রণের দাগ বাড়বেনা, নিয়মিত মুখ পরিস্কার

রাখুন, হাত ধুয়ে আলতো ভাবে দাগের উপর

ব্যবহার করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

হাত দিলে খোটরারে ব্রণ বাড়ে,  তো আপনার

সেইরকম বাড়ার সম্ভাবনা নেই, তবে একটা কাজ

করতে পারেন, আপনি হাত দিয়ে লেবুর রস না

লাগিয়ে,  একটু তুলো নিন, তুলোটি লেবুর রসে

ডুবিয়ে নিন। তারপর মুখে ঘসুন, এতে আপনার

সুবিধা হবে। আবার ব্রনে হাত ও পরবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ব্রণে হাত লাগলে দাগ পড়ে এটার কোন যৌক্তিকতা নেই,বরং হাতের নখ দ্বারা ব্রণ খোঁচালে ব্রণের দাগের সৃষ্টি হয়। তাই যদি লেবু লাগানোর সময় ব্রণে হাত লাগে তাহলে দাগ হওয়ার সম্ভাবনা নেই। তবে নখ দিয়ে ব্রণ খোঁচানো থেকে বিরত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লেবুর রস দেওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে নিবেন। তা হলে কোনো সমস্যা হবে না। কারন জীবানু ব্রনের মূল কারন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হাত লাগলে কোনো সমস্য হবো না।নক লাগালে বরন বারে।আর বরনের দাগের জন্য আপনি বেটনোভেট সি অয়েন্টমেন্ট ব্যবহার করুন। ভালো ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ