শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

শয়তান থেকে বাচার দোয়া "আয়ুযুবিল্লাহি মিনাশ শায়তোয়ানির রাজিম" অর্থ বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হজরত আবু হুরায়রা [রা.] বলেন হজরত আবু বকর [রা.] বলেছেন; হে আল্লাহর রাসুল! আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি সকাল সন্ধ্যায় আমল করতে পারি। তখন তিনি তাকে এই দোয়াটি পড়তে বললেন। [আবু দাউদ-৫০৬৯, তিরমিজি : ৩৫২৯] যে ব্যক্তি সকালে এ দোয়াটি পড়বে সে শয়তানের ধোঁকা থেকে বেচে থাকবে। আরবি দোআ : একবার ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻓَﺎﻃِﺮَ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻷَﺭْﺽَ ﻋَﺎﻟِﻢَ ﺍﻟْﻐَﻴْﺐِ ﻭَﺍﻟﺸَّﻬَﺎﺩَﺓِ ﺭَﺏُّ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻭَﻣَﻠِﻴﻜُﻪُ ، ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ، ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّ ﻧَﻔْﺴِﻲْ ﻭﻣِﻦْ ﺷَﺮِّ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥِ ﻭَﺷِﺮْﻛِﻪِ ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﺃَﻥْ ﺃَﻗْﺘَﺮِﻑَ ﻋَﻠَﻰ ﻧَﻔْﺴِﻲ ﺳُﻮﺀًﺍ ، ﺃَﻭْ ﺃَﺟُﺮَّﻩُ ﺇﻟَﻰ ﻣُﺴْﻠِﻢٍ . বাংলা উচ্চারন : আল্লাহুম্মা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গাইবি ওয়া শাহাদাতি। রব্বু কুল্লি শাইয়িন ও মালিকুহু। আশহাদু আল্লালা ইলাহা ইল্লা আনতা। আউজুবিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শায়তানি ওয়া শিরকিহি। আউজুবিকা আন আকতারাফা আলা নাফসি সুইন আও আজুররাহু ইলা মুসলিমিন। অর্থ : হে আল্লাহ! তুমি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, দৃশ্য-অদৃশ্য সব বিষয়ে জ্ঞাত, তুমি সবকিছুর পালনকর্তা ও মালিক, আমি স্বাক্ষ্য দিচ্ছি , তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার প্রবৃত্তির অনিষ্ট থেকে, এবং শয়তানের অনিষ্ট ও র্শিক থেকে। আমি আরো আশ্রয় প্রার্থনা করছি যেনো আমি আমার নিজের জন্য ক্ষতিকর এমন কিছু উপার্জন না করি কিংবা অন্য কোনো মুসলমানের ক্ষতির কারণ না হই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ