RanaRana

Call

আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তারের পরামর্শে নিয়মিত ঔষধ খান.... তবে এটা এমন একটা রোগ যা পুরোপুরি ভাবে নির্মূল করা সম্ভব না.. আপনি খাবারে উপর গুরুত্ব দিন.. এসব খাবার খেলে এলার্জি বাড়ে সে গুলো খাওয়া থেকে বিরত থাকুন... যেমন:- বেগুন,ডিম,গরুর মাংস,চিংড়িমাছ ইত্যাদি... আর সব সময় পরিস্কার থাকার চেষ্টা করুন... আপনি প্রতিদিন রাতে একটি করে সেটিজিন(ACME pharmaceutical Ltd) ট্যাবলেট খেতে পারেন। আমারও একই সমস্যা আছে, আর এই ট্যাবলেট আমি নিয়মিত খাই... ফলাফল ভালোই পাচ্ছি....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বেটনিলান ট্যাবলেট খান। তাহলে কিছুটা নিয়ন্ত্রনে আসবে। এছাড়া খাবারে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন, গরুর মসংস, হাসের ডিম, বেগুন, চিংড়ি এসব জাতীয় খাবার থেকে বঞ্জিত থাকতে হবে। তাহলে দ্রুত কমে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdnurnabi

Call

১) ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। ২) শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। ৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। ৪) আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। ৫) প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে। ৬) কার্যকারীতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না তাই তাই খেতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ