শেয়ার করুন বন্ধুর সাথে

শয়তান (ইংরেজি : Devil ) হল একটি চরিত্র

যা বিভিন্ন ধর্মে একে দুষ্ট বা খারাপ

প্রকৃতিক, একই সাথে ক্ষমতাশালী,

স্রষ্টার এবং মানবজাতির শত্রু বলে

চিহ্নিত করেছে। সাধারণভাবে ধরা হয় যে

শয়তান উৎপথগামী, অবিশ্বাসী এবং

অন্যান্যদের ওপর প্রভাব বিস্তার করে।

শয়তান শব্দটি গ্রিক ভাষার , Διάβολος,

Diábolos, থেকে এসেছে। শব্দিক যার অর্থ

হল অপবাদদানকারী ব্যক্তি অথবা

অভিযোক্তা।

ইসলাম ও খৃষ্টান ধর্মে "'শয়তান"' কে দুষ্ট

আত্মা বলা হয়েছে। মানুষ খারাপ কাজ

শয়তানের ধোকায় করে বলে এ ধর্মগুলোতে

বলা হয়।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পবিত্র কুরআনে যাকে অভিশপ্ত শয়তান বলা হয়েছে জানা যায় সে ছিলো প্রথম জীবনে আযাযীল নামক এক জ্বীন।সে প্রথম জীবনে খুবই পরহেযগার ছিলো।আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সে ফেরেশতাদের হার মানিয়েছিলো।কিন্তুু আল্লাহ্ আদমকে আঃ সৃষ্টির পর ফেরেশতাদের নির্দেশ দেন আদমকে সেজদা করতে।সবাই সেজদা করলেও আযাযীল সেজদা করলনা।সে অহংকার করে বলেছিলো আমি আগুনের তৈরী আর আদম মাটির তৈরী।তাই আদমের চেয়ে আমি শ্রেষ্ঠ।এ অবাধ্যতার কারণে আল্লাহ্ তাকে শয়তান ইবলিশ বলে ঘোষণা করেন এবং বের করে দেন।এই হলো সংক্ষেপে শয়তানের পরিচয়!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ