শেয়ার করুন বন্ধুর সাথে
AkbarMunna

Call

#9

ক্রিকেটারদের বোলিং অ্যাকশন নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে পাকিস্তান। দলটির বেশ কয়েক জন তারকা বোলার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। তাই এবার নিজ দেশে বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ল্যাব তৈরি করছে পাকিস্তান। জানা গেছে, এই ল্যাবটি ভারতের চেন্নাইয়ের চেয়ে অনেক বেশি আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ হবে।
ল্যাব নির্মাণের জন্য লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স (এলইউএমএস) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর ফলে আগামী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়টিকে ল্যাব তৈরি করতে ৪ লাখ ৬০ হাজার ডলারের যন্ত্রপাতি সরবরাহ করবে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট দলের বোলিং সমস্যা দূর করার লক্ষ্যে এই ল্যাব তৈরি করছে পিসিবি। তবে ক্রীড়া বিজ্ঞান ও বায়োমেকানিকস অধ্যয়ন বিষয়ক বিশেষজ্ঞের অভাব রয়েছে দেশটিতে। বিশ্ববিদ্যালয় ও পিসিবি আগামী জুন থেকে এই প্রকল্প চালু করতে যাচ্ছে।

পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে,‘পিসিবি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিষয় কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে তারা একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে পিসিবি’র যন্ত্রপাতি ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু যখন পিসিবি চাইবে তা ফেরত নিতে পারবে।’

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ